এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা, জল ধরো জল ভরো প্রকল্পে পুরস্কৃত গোপালগঞ্জ

করোনা আবহে দিল্লি যেতে না পারায় ট্রফি এবং দুই লাখ টাকার আর্থিক সহায়তা আমাদের পাঠিয়ে দেওয়া হবে। কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতে রয়েছে ২০টি সংসদ।

November 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবার কেন্দ্রীয় সরকারের পুরষ্কার পেল দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। জল ধরো জল ভরো প্রকল্পে (Jal Dharo Jal Bharo Scheme ) ভালো কাজের জন্য কেন্দ্রের পঞ্চায়েত দপ্তর সুন্দরবনের কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতকে জেলার মধ্যে প্রথম স্থান দিয়েছে। এমনই জানিয়েছেন ওই পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মাঝি। তিনি বলেন, বৃহস্পতিবার দিল্লি থেকে আমাদের জানানো হয় এই কৃতিত্বের কথা। করোনা আবহে (Coronavirus) দিল্লি যেতে না পারায় ট্রফি এবং দুই লাখ টাকার আর্থিক সহায়তা আমাদের পাঠিয়ে দেওয়া হবে। কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতে রয়েছে ২০টি সংসদ।

জল ধরো জল ভরো প্রকল্পে সবচেয়ে ভালো কাজ হয়েছে কৈখালি ও গোপালগঞ্জ (Gopalganj) এলাকায়। জানা গিয়েছে, ২০১৯-এর নভেম্বর মাসে দিল্লি থেকে পঞ্চায়েত দপ্তরের টিম সরেজমিনে এই প্রকল্পের কাজ দেখতে এসেছিল। তারপরে চলতি বছরেও এই পঞ্চায়েতের কাছ থেকে কাজের রিপোর্ট নেওয়া হয়। তারপরেই আসে এই সাফল্য। কেমন কাজ হয়েছে এই প্রকল্পে? এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, এই প্রকল্পে বৃষ্টির জল ধরে তা বড় ড্রামে রাখা হয়। তারপরে তা শোধিত করে গ্রামে মানুষদের রান্না ও পানীয় জলের কাজে ব্যবহৃত হয়েছে। এই এলাকা নদীমাতৃক, কিন্তু জল নোনা। তাই এই প্রক্রিয়া উপকারে লাগে সাধারণ মানুষের। এছাড়া ছোট ছোট জমি কেটে বৃষ্টির জল ধরে রেখে তা চাষের কাজে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত থেকে খাল সংস্কার করে বৃষ্টির জমা জল তাতে ধরে রেখে তা মাছচাষে ব্যবহার করা হয়েছে। জল ধরে রাখার ফলে প্রচুর সব্জি ও ধান চাষ করা গিয়েছে। প্রায় ২০০ পুকুর কেটে বৃষ্টির জল ধরে রেখে তা পরে ব্যবহার হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen