বন্দিমুক্তির দাবিতে উত্তাল জলপাইগুড়ি সংশোধনাগার

বন্দিদের তাণ্ডবে উত্তাল হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। করোনা আতঙ্কের জেরে অবিলম্বে মুক্তি‌র দাবিতে শনিবার দুপুর থেকে সংশোধনাগারের ভেতরে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিকেলের দিকে বন্দিরা ঢিল ছুড়তে শুরু করেন বলে অভিযোগ ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি সিসি ক্যামেরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বন্দিদের ওয়ার্ডে ঢুকতে পারেননি জেলকর্মীরা।

April 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বন্দিদের তাণ্ডবে উত্তাল হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। করোনা আতঙ্কের জেরে অবিলম্বে মুক্তি‌র দাবিতে শনিবার দুপুর থেকে সংশোধনাগারের ভেতরে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিকেলের দিকে বন্দিরা ঢিল ছুড়তে শুরু করেন বলে অভিযোগ ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি সিসি ক্যামেরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বন্দিদের ওয়ার্ডে ঢুকতে পারেননি জেলকর্মীরা। 

বন্দিমুক্তির দাবিতে উত্তাল জলপাইগুড়ি সংশোধনাগার প্রতীকী চিত্র

অবস্থা বেগতিক দেখে সংশোধনাগার কর্তৃপক্ষ অনবরত সাইরেন বাজাতে থাকেন। খবর দেওয়া হয় জেলা পুলিশকে। সংশোধনাগার চত্বরে নামানো হয় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যার আগে জেলের ভেতরে ঢোকেন জলপাইগুড়ির এসপি অভিষেক মোদি-সহ কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকরা। বিক্ষোভ‌কারী বন্দিদের সঙ্গে কথা বলেন তাঁরা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় চার ঘণ্টা বন্দিদের হাতে আটকে থাকা পাঁচ কারারক্ষীকে মুক্ত করা হয়।

জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, ‘পরিস্থিতি এখন আয়ত্বে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা গন্ডগোল করেছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen