জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪৭ পড়ুয়াকে ‘জব অফার’, ন’জনকে চাকরির অফার দিল ‘বেল’
সবমিলিয়ে ১৫টি নামী সংস্থা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪৭ পড়ুয়াকে জব অফার করেছে বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির অফার নিয়ে এই প্রথম হাজির হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এর মতো সরকারি সংস্থা।
কলেজ ক্যাম্পাসিংয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ন’জন পড়ুয়া এখনও পর্যন্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে সরাসরি চাকরির অফার পেয়েছেন। সবমিলিয়ে ১৫টি নামী সংস্থা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪৭ পড়ুয়াকে জব অফার করেছে বলে জানা গিয়েছে।
নতুন বছরের প্রথম মাসে ক্যাম্পাসিংয়ে কেউ কেউ আবার মোটা মাইনের জোড়া চাকরির অফারও পেয়েছেন। ফলে কলেজ ক্যাম্পাসে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এখন খুশির জোয়ার। চাকরি পাওয়ার আনন্দে হস্টেল ছেড়ে বাড়িতে বাবা-মা’র কাছেও যাচ্ছেন অনেকে। কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সহ বিভিন্ন নামী সংস্থা আমাদের কলেজে ক্যাম্পাসিংয়ে আসছে। বহু পড়ুয়া জব অফার পাচ্ছে। প্রত্যেক পড়ুয়ারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।