SIR আতঙ্কে জলপাইগুড়িতে মৃত্যু বৃদ্ধের, রাজ্যে মৃত বেড়ে ১৭

November 7, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.২০: SIR আতঙ্কে রাজ্যজুড়ে থামছে না মৃত্যু। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে আতঙ্কে জলপাইগুড়িতে প্রাণ হারালেন বৃদ্ধ।

জলপাইগুড়ির (Jalpaiguri) জগন্নাথ কলোনির বাসিন্দা, ৬২ বছরের ভ্যানচালক নরেন্দ্রনাথ রায় (Narendranath Ray) শুক্রবার দুপুরে বাড়ির কাছেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। তাঁর পরিবারের দাবি, দুই স্ত্রী মিনতি ও বিনোদিনীর নাম ২০০২ সালের ভোটার তালিকায় না-থাকায় তিনি চরম উদ্বেগে ভুগছিলেন। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রতিবেশীরা তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করলেও, স্ত্রীদের হারানোর আশঙ্কা থেকে বেরোতে পারেননি তিনি।

অন্যদিকে, সাঁইথিয়ার (Sainthia) বাসিন্দা বিমান পালও (Biman Pal) এসআইআর (SIR) সংক্রান্ত আতঙ্কে প্রাণ হারিয়েছেন বলে দাবি তাঁর পরিবারের। ২০০২ সালের তালিকায় তাঁর ও দিদি মল্লিকা পালের পদবি ভুলভাবে ‘প্রামাণিক’ না-লিখে ‘পাল’ লেখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও আশ্বস্ত হতে পারেননি বিমান। বুধবার সন্ধ্যায় আচমকা বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআইআর আতঙ্কে রাজ্যে ইতিমধ্যেই ১৭ জনের মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি বিভিন্ন মহলের। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি (BJP) সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen