সামাজিক মাধ্যমে জাহ্নবী’র ভিডিও দেখে হাসির রোল, কী করেছেন অভিনেত্রী?
জাহ্নবী কাপুর সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হাস্যকর ভিডিও শেয়ার করেছেন!

জাহ্নবী কাপুর সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হাস্যকর ভিডিও শেয়ার করেছেন! যেখানে তাঁকে দীপিকা পাড়ুকন এবং শাহরুখ খান-অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির একটি দৃশ্য পুনরায় অভনয় করতে দেখা গেছে।
ভিডিওটিতে শ্রীদেবী কন্যা রূপালি রংয়ের পোশাকে একটি ঝাড়বাতির নীচে দাঁড়িয়ে তার বন্ধুর সাথে ‘ওম শান্তি ওম’-এর একটি দৃশ্যে পুনরায় অভিনয় করেন এবং দীপিকার সংলাপগুলি বলতে থাকেন।
“ইসি ঝুমর কে নীচে, ইসি ঝুমর কে নীচে মিলেগি শান্তি কি লাশ (শান্তির মৃতদেহ এই ঝাড়বাতির নীচে পাওয়া যাবে),” মেঝেতে শুয়ে থাকা তার বন্ধুর দিকে যখন ক্যামেরা নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় সংলাপ শুনে সে আর হাসি চেপে রাখতে পারছে না!
সামাজিক মাধ্যমে জাহ্নবী’র এই ভিডিওটি দেখে মস্করা শুরু করে দেয় নেটিজেনরা। জাহ্নবী’র একজন ভক্ত ভিডিওটির নীচে লিখেছেন, ‘ইয়ে শান্তি নেহি… শান্তিলাল হ্যায় (এটি শান্তি নয়, শান্তিলাল)।” আরও একজন তাঁর বন্ধুকে ইঙ্গিত করে মস্করা করে লেখেন, “জাগ উঠি শান্তি (শান্তি জেগে উঠেছে)।”