জন্মাষ্টমীর প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরের আকাশে ‘আলোক বলয়’, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

ভক্তদের মতে, এটি জগন্নাথের আশীর্বাদ। অনেকে বলছেন, শ্রীকৃষ্ণের আগমনের বার্তা। “জগন্নাথধামে প্রভুর আগমনের বার্তা নিয়ে এলো আলোকবৃত্ত।”

August 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
On the eve of Janmashtami, the 'ring of light' appeared in the sky of Jagannath Temple in Digha
On the eve of Janmashtami, the ‘Ring of Light’ appeared in the sky of Jagannath Temple in Digha

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৭: জন্মাষ্টমীর ঠিক আগে দিঘার আকাশে দেখা গেল এক বিরল দৃশ্য। জগন্নাথ মন্দিরের উপরে সূর্যকে ঘিরে তৈরি হল বিশাল আলোক বলয়। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দৃশ্য দেখা যায়। সূর্য মাঝখানে, চারপাশে রামধনুর মতো বলয়। মুহূর্তেই মন্দির চত্বরে জমে যায় ভিড়।

ভক্তদের মতে, এটি জগন্নাথের আশীর্বাদ। অনেকে বলছেন, শ্রীকৃষ্ণের আগমনের বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছবিটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “জগন্নাথধামে প্রভুর আগমনের বার্তা নিয়ে এলো আলোকবৃত্ত।”

বিজ্ঞানীরা বলছেন, এটি একটি প্রাকৃতিক ঘটনা। ড. দেবীপ্রসাদ দুয়ারি জানান, সিরাস মেঘে জলকণার স্ফটিক থাকলে এমন বলয় হয়। সূর্যের আলো ২২ ডিগ্রি কোণে বেঁকে যায়। ফলে তৈরি হয় ২২ ডিগ্রি সৌরবলয়।

শিক্ষক ও ভূগোল লেখক মণিকাঞ্চন রায় বলেন, সৌরবলয় সাধারণত সাদা বা হালকা রঙের হয়। মাঝে মাঝে রামধনুর মতো বর্ণালীও দেখা যায়।

এই দৃশ্য ঘিরে দিঘায় উচ্ছ্বাস ছড়িয়েছে। অনেকে বলছেন, “সবই ঈশ্বরের কৃপা।” শোনা গিয়েছে “জয় জগন্নাথ” ধ্বনিও। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen