ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বাদ পড়লেন রোহিত, অধিনায়ক বুমরাহ

ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী, পরপর দু’টি কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলেই আইসোলেশন থেকে বেরিয়ে আসা যাবে।

July 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট থেকে বাদ পড়লেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, কোভিড আক্রান্ত হওয়ার কারণে পঞ্চম টেস্ট থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। সেই সঙ্গে বোর্ডের বিবৃতিতে বলা হয়, রোহিতের অনুপস্থিতিতে পঞ্চম টেস্টে ভারতের অধিনায়ক হচ্ছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

বৃহস্পতিবার সকালেও রোহিতের (Rohit Sharma) কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তখনই এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলে, খেলতে পারবেন না ভারতীয় অধিনায়ক। কিন্তু সাংবাদিক বৈঠকে এসে জল্পনা বাড়িয়ে দেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি বলেন, শেষ পর্যন্ত চেষ্টা করা হবে যেন রোহিতকে খেলানো যায়।

ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী, পরপর দু’টি কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলেই আইসোলেশন থেকে বেরিয়ে আসা যাবে। সেই মতোই দু’বার কোভিড পরীক্ষার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় সূত্রের মাধ্যমে। তবে সেই জল্পনায় জল ঢেলে এবার বোর্ড জানিয়ে দিল, রোহিতের পঞ্চম টেস্টে খেলার আর কোনও সম্ভাবনাই নেই।

শুক্রবার থেকে এজবাস্টনে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। সেই টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন তারকা পেসার বুমরাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen