ওভাল টেস্টে নাও খেলতে পারেন বুমরাহ, জায়গা পেতে পারেন আকাশ দীপ !
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২১: ভারত বনাম ইংল্যান্ড(India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও নির্ণায়ক লড়াই ওভালে (Oval) শুরু হতে চলেছে বৃহস্পতিবার। তার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। সূত্রের খবর, এই টেস্টে দেখা নাও যেতে পারে দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah)। সিরিজের আগে থেকেই বিসিসিআই (BCCI) জানিয়েছিল, বুমরাহকে সবকটি ম্যাচে খেলানো হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ীই এবার ওভাল টেস্ট থেকে বাদ বুমরাহ। বদলি হিসেবে দলে সুযোগ পেতে পারেন তারকা পেসার আকাশ দীপ।
সর্বভারতীয় এক ক্রিকেট সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, বিসিসিআই-এর মেডিক্যাল টিম এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর বুমরাহর দীর্ঘমেয়াদি শারীরিক সুস্থতা বজায় রাখতে। চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৩ ওভার বল করেছিলেন বুমরাহ — টেস্ট কেরিয়ারে এক ইনিংসে সবচেয়ে যা সব থেকে বেশি। সেখানেই ১০৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি এই প্রথম কোনও টেস্ট ইনিংসে ১০০-র বেশি রান দেন বুমরাহ।
উল্লেখযোগ্যভাবে, সিরিজের এগোনোর সঙ্গে সঙ্গে কমেছে তাঁর গতি। হেডিংলিতে যেখানে তাঁর ৪২.৭ শতাংশ বলের গতি ছিল ১৪০ কিমি/ঘণ্টার বেশি, সেটাই লর্ডসে নেমে আসে ২২.৩ শতাংশে, আর ওল্ড ট্র্যাফোর্ডে তা দাঁড়ায় মাত্র ০.৫ শতাংশে।
যদিও তাঁর বোলিং কার্যকারিতাতে সামান্য পতন হওয়া সত্ত্বেও, এই সিরিজে বুমরাহ ভারতের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার । তাঁর সঙ্গে আছেন মহম্মদ সিরাজ, দু’জনেরই নামের পাশে ১৪টি করে উইকেট।
এই বিষয়ে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর অবশ্য আগেই বলেছিলেন, শেষ টেস্টের কম্বিনেশন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চতুর্থ টেস্টের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জসপ্রীত খেলবে কি না, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আমরা কোনও নির্দিষ্ট দিকেই এগোচ্ছি না। যিনিই খেলুন না কেন, তিনি দেশের হয়ে পারফর্ম করার চেষ্টা করবেন।”