১১ মাস পর অধিনায়ক হয়ে আয়ারল্যান্ড সফরে বুমরাহ, দলে রয়েছেন রিঙ্কু, মুকেশ

আয়ারল্যান্ডের টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ

July 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যশপ্রীত বুমরাহ বহুদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তাঁকে ভারতীয় দল গুরুত্বপূর্ণ আসরে পায়নি। প্রায় এগারো মাস পরে জাতীয় দলে ফিরে এলেন জশপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ড সফরে তাঁকেই অধিনায়ক করা হল।

সোমবার আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকেরা। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ, বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ় আহমেদ।

প্রথম দিকে মনে করা হচ্ছিল যে, বুমরাহ ফিরতে-ফিরতে এশিয়া কাপ হয়ে যাবে। কিন্তু জয় শাহের মন্তব্যে গোটা ভারত বুঝতে পেরেছিল এশিয়া কাপের আগেই প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় বোলিংয়ের ব্রহ্মাস্ত্র। সেই মতোই এদিন যে দল ঘোষণা করল ভারতীয় বোর্ড, তাতে বুমরাহ দলে ফিরলেন। দলকে নেতৃত্ব দেবেন। আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল এবং সূর্যকুমার যাদবকে।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাস খানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছিলেন বুমরাহ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতীয় দল। ম্যাচগুলি হবে ১৮, ২০ এবং ২৩ অগস্ট।

ঘোষিত দল: বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়াকোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুভে, ওয়াশিংটন সুন্দর, শাহবাদ আহমেদ, বরি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুখেশ কুমার, আবেশ খান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen