হকারদের স্বার্থ রক্ষায় প্রতিরোধ গড়ল জাতীয় বাংলা সম্মেলন

আজ সকালে বিরাট বাহিনী নিয়ে আরপিএফ কোন্নগর স্টেশনে হকারদের উপর হামলা চালায়।

September 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেলওয়ে হকারদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরেই লড়ছে জাতীয় বাংলা সম্মেলন এবং জাতীয় বাংলা সম্মেলনের হকার সংগঠন। এবার কোন্নগর স্টেশনে প্রতিরোধ করে গড়ে তুললো তাঁরা। আজ সকালে বিরাট বাহিনী নিয়ে আরপিএফ কোন্নগর স্টেশনে হকারদের উপর হামলা চালায়। বেশ কিছু দোকান ভেঙে দেওয়া এবং মালপত্র তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে।

হকারদের উপর আক্রমণের প্রতিবাদে, জাতীয় বাংলা সম্মেলনের নেতৃত্বে ক্ষুব্ধ হকাররা পাল্টা প্রতিরোধ করে। আইআরসিটিসি স্বীকৃত সমস্ত দোকান বন্ধ করিয়ে, সেই দোকানগুলির সামনে পাল্টা দোকান খুলে বিক্ষোভ দেখাতে শুরু করে হকাররা। বালি আরপিএফ পোস্ট ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হয়। হাওড়া স্টেশনের দিকে প্রতিবাদী হকাররা রওয়ানা দেয়। হাওড়া স্টেশনে মাল বেচা শুরু করে। বিক্ষোভের মুখে পিছু হঠে আরপিএফ, তারা আলোচনার প্রস্তাব দেয়। কার্যত কোন্নগরে জয় পেল জাতীয় বাংলা সম্মেলন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen