নাকে অক্সিজেনের নল নিয়ে শুনানিতে হাজিরা, তারপরই মৃত্যু জয়নগরের বৃদ্ধের

January 4, 2026 | 2 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪০: SIR ঘোষণার আগে থেকে দেশ-ছাড়া করার নিদান দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘোষণা হতেই মৃত্যু মিছিল শুরু হয়েছে গোটা দেশে। অভিযোগ, আত্মহত্যার পাশাপাশি অনেকেই আতঙ্কে রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এখন শুনানি-পর্ব চলছে। এই অবস্থায় রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায়ই শুনানিতে ডাক পাওয়ার পরে আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে। মৃতু হল নাজিতুল মোল্লার।

জয়নগরের বাসিন্দা নাজিতুল মোল্লা অসুস্থ ছিলেন। নাকে অক্সিজেনের নল নিয়ে তাঁকে শুনানিতে যেতে হয়েছিল। পরিবারের অভিযোগ, শুনানির পর তাঁর শরীর আরও খারাপ হয় এবং তাঁর মৃত্যু হয়েছে। ৬৮ বছরের নাজিতুল মোল্লার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। তালিকায় নাম না-পাওয়ায় আতঙ্কগ্রস্ত ছিলেন ওই বৃদ্ধ। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত দুশ্চিন্তার জেরেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যু হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকার উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা ছিলেন নাজিতুল মোল্লা। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না-থাকায় তিনি আতঙ্কে ছিলেন।
সেই আতঙ্কেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর ২০ ডিসেম্বর তাঁকে প্রথমে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ৩১ ডিসেম্বর শুনানির জন্য নোটিশ দেওয়া হয় তাঁকে। তখন নাজিতুল মোল্লার পরিবার হাসপাতালের বন্ডে স্বাক্ষর করে তাঁকে বাড়িতে নিয়ে আসেন।

৩১ ডিসেম্বর, অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেনের নল নিয়ে শুনানিকেন্দ্রে হাজির হন ওই বৃদ্ধ। শুনানির পর বাড়ি ফিরে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। ২ জানুয়ারি পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, SIR-র শুরু থেকে নাজিতুল আতঙ্কে ছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না-থাকায় তিনি চরম আতঙ্কে ছিলেন। দেশ-ছাড়া
হওয়ার ভয় গ্রাস করেছিল। পরিবারের অভিযোগ, SIR-র আতঙ্কে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশনের SIR নামক ষড়যন্ত্রের কারণে বাংলার একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে। এর দায় নির্বাচন কমিশন এবং BJP-কে নিতেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen