বারুইপুরে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো সেজে উঠল জয়নগরের মোয়ায়

জয়নগর এক নম্বর ব্লক প্রশাসন জয়নগরের মোয়ায় সজ্জিত ট্যাবলো বের করার পরিকল্পনা নিয়েছিল। এমন উদ্যোগ প্রথম হল বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের।

January 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতকাল মানেই জয়নগরের মোয়া। জিআই ট্যাগ পাওয়ার পর মোয়ার কদর আরও বেড়েছে। এবার প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোয় মোয়ার হাঁড়ি দেখা গেল। বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাসমাঠে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ আয়োজিত হল। মোয়া-ট্যাবলোর শোভাযাত্রা উপভোগ করলেন দর্শনার্থীরা।

গাড়িতে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছিল। তাতে লেখা ছিল জয়নগরের মোয়া। সরকারি প্রকল্পের প্রচার তুলে ধরা হয় গাড়িতে। গাড়ির ছবি ক্যামেরাবন্দি করতে ভিড় হয়ে যায় মাঠে। জয়নগর এক নম্বর ব্লক প্রশাসন জয়নগরের মোয়ায় সজ্জিত ট্যাবলো বের করার পরিকল্পনা নিয়েছিল। এমন উদ্যোগ প্রথম হল বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের।

মোয়াকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরার জন্য এমন ট্যাবলোর আয়োজন। মোয়া গোটা বিশ্বে সমাদৃত। আগামী দিনেও মোয়া নিয়ে আরও উদ্যোগ নেওয়া হবে বলে দাবি প্রশাসনের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen