বিহারে আবার আসতে চলেছে বিজেপি-জেডিইউ জোট সরকার!

বিজেপি-জেডিইউ জোট নিশ্চিত হয়েছে, এরকমই জানা যাচ্ছে।

January 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি-জেডিইউ জোট নিশ্চিত হয়েছে, এরকমই জানা যাচ্ছে।

লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের হাত ছেড়ে মুখ্য়মন্ত্রী নীতিশ কুমার আবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জোট পুনর্গঠন করেছেন বলে খবর৷

প্রধানমন্ত্রী মোদী, এবং অমিত শাহ এই ব্যাপারে নীতীশের সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর।

২০২৫ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন নীতীশকুমারই, এরকমই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়, তখন প্রতিবাদ জানিয়ে প্রথম বার এনডিএ জোট ছেড়েছিলেন নীতীশ। এরপর একাধিক বার বিজেপির সঙ্গ ছাড়েন তিনি। ২০২২ সালে শেষ বার পদ্ম শিবিরের হাত ছেড়ে লালু প্রসাদের RJD-র সঙ্গে জোট বাঁধেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী। এবার সেই জোট ভেঙে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen