Bihar Election 2025: ‘জুনিয়র পার্টনার’ হতে নারাজ JDU, আসন সমঝোতায় নীতীশের দাবিকে মান্যতা দেবে BJP?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪০: ফের আসন বণ্টন নিয়ে বিতর্কে নীতীশ কুমার? বিহার বিধানসভা নির্বাচনে এই প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা, এইবার কি বিজেপি (BJP) ও জেডিইউ (JDU) সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে? যদিও দুই পক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ২৪৩টি আসনের মধ্যে ২০৫টি আসন ভাগ হতে পারে বিজেপি ও জেডিইউর মধ্যে। বাকি ৩৮টি আসন বরাদ্দ হতে পারে এলজেপি, এইচএএম ও আরএলএমের জন্য।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) জানিয়েছেন, বিহারে ভোটগ্রহণ শুরু হবে ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, এবং ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। ১৬ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে নির্বাচনী প্রক্রিয়া।
গুঞ্জন রয়েছে, এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানকে ২৫টি আসন দিতে পারে বিজেপি। আরএলএম ও এইচএএম পেতে পারে যথাক্রমে ৬ ও ৭টি আসন। তবে চিরাগ যদি এই প্রস্তাবে সন্তুষ্ট না হন, তাহলে অন্য শরিকদের বরাদ্দ কমতে পারে বলেও শোনা যাচ্ছে।
জেডিইউ স্পষ্ট করে দিয়েছে, তারা ‘জুনিয়র পার্টনার’ হতে রাজি নয়। বিজেপির চেয়ে অন্তত একটি আসন বেশি চাইছে তারা। ২০২০ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৪টি আসন, জেডিইউ পেয়েছিল ৪৩টি। তবু জোটের স্বার্থে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এবারও এনডিএর মুখ তিনি, কিন্তু আসন বণ্টনে শর্ত আরোপ করেছেন।
গত সেপ্টেম্বর থেকেই শরিকি বিবাদ চলছে। পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পাটনায় গিয়ে নীতীশ কুমারের সঙ্গে বৈঠকও করেছেন। তবে জেডিইউয়ের দাবি অনুযায়ী যদি একশোর বেশি আসন তাদের দেওয়া হয়, তাহলে এনডিএ জোটের ভিতেই কি ফাটল ধরবে? এখন দেখার, বিজেপি শেষপর্যন্ত কতটা ছাড় দেয়।