অসুরের পর এবার নতুন অবতারে জিৎ, কবে মুক্তি পাচ্ছে ‘রাবণ’? জেনে নিন
জিতের আগামী ছবি রাবণ
March 27, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

জিতের আগামী ছবি রাবণ। গত বছরের অক্টোবরেই ছবির ঘোষণা করেন জিৎ।

ছবিতে জিতের লুক বেশ চমকপ্রদ। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। এই ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। কলকাতায় এই ছবির শুটিং হয়েছে। ছবিতে যে ভালো অ্যাকশন দৃশ্য রয়েছে তা ছবির লুক দেখেই অনুমান করা যায়।

এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে এক নয়া নায়িকাকে। তাঁর নাম লহমা। রবিবার তাঁকেই দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রাবণের এক ঝলক পোস্ট করেন জিৎ। লহমার জন্য সকলের থেকে আশীর্বাদ চেয়েছেন জিৎ। আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিৎ ও লহমার ছবি ‘রাবণ’।