বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টা বসন্ত পার ‘সুপারস্টার’ জিতের, কী বললেন তিনি?

একটানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবি। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি জিতকে।

June 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টলিউডের প্রথম সারির সুপারস্টারের মধ্যে জিৎ অন্যতম। প্রায় ২ দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। উপহার দিয়েছেনএকের পর এক হিট ছবি। ২০০২ সালের ১৪ জুন পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে ‘সাথী’ ছবির ‘বিজয়’ চরিত্রে আত্মপ্রকাশ। এই জনপ্রিয় ছবিটি বক্সঅফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। যা আজও অন্যতম মাইলফলক হিসেবে রয়ে গিয়েছে। একটানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবি। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি জিতকে।

গতকাল টলি ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। তিনি টুইটারে বাংলা সিনে ইন্ডাস্ট্রির উদ্দেশে লিখেছেন, “আপনাদের সঙ্গে ২১ বছর পার করলাম। তারপরও মনে হচ্ছে যেন, এই সবে শুরু। এখনও আমার মনে অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা রয়েছে। তবে উদ্দেশ্য একটাই- আপনাদের বিনোদন দেওয়া। যাঁরা এই সফরে আমার সঙ্গ দিয়েছেন। তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বরকেও।”

প্রসঙ্গত, সম্প্রতি জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ ছবি মুক্তি পেয়েছে। বক্সঅফিসে এটি জাঁকিয়ে ব্যবসাও করেছে। বর্তমানে ‘মানুষ’ ছবির কাজে ব্যস্ত জিৎ। মঙ্গলবার আবার রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘বুমেরাং’ নামে নতুন সিনেমার ঘোষণা করেছেন জিৎ। এই সিনেমায় টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমাকেও দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen