স্বাধীনতা দিবসে ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে লুক ফাঁস করলেন জিৎ
টলিউড সুপারস্টার জিৎ এবার এমন এক চরিত্রে হাজির হচ্ছেন, যা তাঁর কেরিয়ারের চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রমী চরিত্র হতে চলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১০: টলিউড সুপারস্টার জিৎ এবার এমন এক চরিত্রে হাজির হচ্ছেন, যা তাঁর কেরিয়ারের চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রমী চরিত্র হতে চলেছে।বিল্পবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। বাংলার ইতিহাসে অনন্ত সিং এক রহস্যময় ও আলোচিত চরিত্র—কারও কাছে তিনি মুক্তিযোদ্ধা ও বিপ্লবী, আবার কারও কাছে তিনি ছিলেন ব্যাংক ডাকাত ও অপরাধী। তাঁর জীবনকাহিনী দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করেছে।
এটি জিৎ-এর প্রথম বায়োপিক, তাই চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তিনি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বভার নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু। অভিনেতার প্রস্থেটিক লুকের ঝলক ইতিমধ্যেই শেয়ার করে দেশপ্রেম উসকে দিয়েছেন জিৎ। ক্যাপশনে লেখা- ‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?’ কপালে রক্ততিলক! চোখে দেশমাতৃকার জন্য জান বাজি রাখার স্বপ্ন। বিপ্লবীর বেশে সুপারস্টারকে দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা।
এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন শান্তনু মৈত্র।দু’বছর পর ফের বাংলা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে শান্তনু মৈত্র।
কী ভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, তা তুলে ধরা হবে এই ছবিতে। নন্দী মুভিজ এবং জিৎজ় ফিল্মস ওয়ার্কসের প্রযোজনায়, প্রদীপকুমার নন্দী ও জিৎ -এর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি। এই ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে? তা এখনও জানা যায়নি।
দর্শকদের মধ্যে এই ছবির প্রতি আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে।
ঐতিহাসিক পটভূমি, বাস্তব চরিত্রের দ্বন্দ্ব, এবং জিৎ-এর শক্তিশালী উপস্থিতি—সব মিলিয়ে এটি হতে পারে ২০২৫ সালের অন্যতম আলোচিত বাংলা ছবি।