২০২২ বিশ্বকাপে সুযোগ পাননি, এবার সেই জেমিমাই ভারতের ফাইনাল স্বপ্নের রূপকার

October 31, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৫০:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহারণে, ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ সেমিফাইনালে, ভারতের জয়ের মুহূর্তে অমানজোত কৌরের ব্যাট থেকে যখন বিজয়ী রান বেরিয়ে এল, তখন মাঠে জেমিমার চোখে জল। ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি ভারতকে এনে দেন ফাইনালের টিকিট।

এই সাফল্যের পেছনে আছে এক অনুপ্রেরণাদায়ক গল্প। ২০২২ বিশ্বকাপে জায়গা পাননি তিনি। এমনকি এবারের প্রতিযোগিতাতেও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়েছিল অতিরিক্ত বোলিং অপশনের জন্য। কিন্তু জেমিমা হার মানেননি। নতুন ভূমিকায়, তিন নম্বরে নেমে ব্যাট করে তিনি প্রমাণ করেছেন সুযোগ পেলে তিনি সেরাদের মধ্যে সেরা।

১৩ বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান জেমিমা। ক্রিকেটে আসার আগে তিনি রাজ্যস্তরে হকি খেলেছেন, ফুটবল ও বাস্কেটবলেও ছিলেন দাপুটে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাট-বলের দুনিয়াকেই বেছে নেন তিনি। তাঁর ১২৭ রানের ইনিংসটি শুধু ১৪টি চারেই নয়, বরং সচেতন ব্যাটিং ও অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেটসের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হারমানপ্রীতের সঙ্গে ১৬৭ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান জেমিমা। ম্যাচ শেষে তিনি বলেন, “ফিফটি বা সেঞ্চুরিতে নয়, আমার আনন্দ ভারতের জয়ে।”

যে মেয়েটিকে একসময় দলে জায়গা পেতে লড়াই করতে হয়েছে, আজ সেই জেমিমা রডরিগস ভারতের কোটি মানুষের অনুপ্রেরণা। তাঁর চোখের জলই প্রমাণ — কঠোর পরিশ্রম, বিশ্বাস আর অধ্যবসায় দিয়ে অসম্ভবও জয় করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen