এক লড়াইয়ের ইতি, প্রয়াত জেসিকার লড়াকু বোন সবরিনা

১৯৯৯ সাল। জেসিকা লাল হত্যাকাণ্ড সাড়া ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে। দিল্লির একটি রেস্তোরাঁতে একটি পার্টিতে কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মাকে ড্রিঙ্ক সার্ভ করতে অস্বীকার করেছিলেন মডেল জেসিকা লাল।

August 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মডেল জেসিক লাল হত্যার (Jessica Lal Murder) প্রতিবাদের অন্য়তম মুখ সবরিনা লাল (Sabrina Lal) প্রয়াত হলেন। তিনি জেসিকার বোন ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি রোগাক্রান্ত ছিলেন। লিভারের সংক্রমণের জন্য তিনি কষ্ট পাচ্ছিলেন। পরিবার সূত্রে খবর, রবিবার তিনি প্রয়াত হয়েছিল।অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি  করা হয়েছিল। রবিবার বিকালেই তাঁর মৃত্য়ু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর ভাই রঞ্জিত লাল জানিয়েছেন, ওর শরীর একদম ভালো ছিল না। দীর্ঘদিন ধরেই হাসপাতালে ছিল। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিল। এরপর ফের অসুস্থতা বোধ করে। 

১৯৯৯ সাল। জেসিকা লাল হত্যাকাণ্ড সাড়া ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে। দিল্লির একটি রেস্তোরাঁতে একটি পার্টিতে কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মাকে ড্রিঙ্ক সার্ভ করতে অস্বীকার করেছিলেন মডেল জেসিকা লাল। এরপর ৯৯ সালের ৩০শে এপ্রিল খুন করা হয় জেসিকাকে। এরপর দীর্ঘ লড়াই। ২০০৬ সালে সাজা হয় অভিযুক্তের। এদিকে সেই লড়াইয়ের ময়দানে বার বার দেখা গিয়েছিল সবরিনাকে। দিদির খুনীদের যাতে শাস্তি হয় সেজন্য তিনি সরব হয়েছিলেন। তবে ২০১৮ সালে তিনি জানিয়েছিলেন মনু শর্মাকে ক্ষমা করে দিয়েছেন তিনি। এদিকে গত ৬ মাস ধরে বার বারই অসুস্থ হয়ে পড়ছিলেন সবরিনা। সিরোসিস অফ লিভার ধরা পড়েছিল। তাঁর। রোগের বিরুদ্ধেও লড়াইতে রবিবার হার মানলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen