Jharkhand: দেওঘরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৮জন পুণ্যার্থী
প্রাথমিক তথ্য অনুযায়ী, কাঁবর যাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৪: ঝাড়খণ্ডের দেওঘর (Deoghar) জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৮জন কাঁবর যাত্রীর। মঙ্গলবার ভোর ৪:৩০ নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জামুনিয়া জঙ্গলের (Jamuniya forest) কাছে, মোহনপুর (Mohanpur police station) থানা এলাকায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কাঁবর যাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং বহু যাত্রী গুরুতর আহত হন।
জেলা প্রশাসন দ্রুত উদ্ধারকার্যে নামে। আহতদের আশেপাশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, চলতি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার (Shravan) উপলক্ষে প্রায় ৩ লক্ষের বেশি ভক্ত দেওঘরের বিখ্যাত বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সেই ভক্তসমাগমের মাঝেই এই করুণ দুর্ঘটনা ঘটল।