এবার ঝাড়খণ্ডে বেলাইন মালগাড়ি – প্রভাবিত হল কোন কোন ট্রেন, জেনে নিন

মালগাড়িটি বোকারো স্টিল প্ল্যান্ট থেকে স্টিলের চালান নিয়ে যাচ্ছিল এবং টুপকাদিহ এবং বোকারো স্টেশনের মধ্যে প্রধান লাইনে উল্টে যায়।

September 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
— ছবি সৌজন্যে: ANI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাড়খণ্ডের বোকারোর টুপকাদিহ স্টেশনের কাছে একটি মালগাড়ির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচলকে প্রভাবিত করেছে, বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে পনেরটি ট্রেনের রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

মালগাড়িটি বোকারো স্টিল প্ল্যান্ট থেকে স্টিলের চালান নিয়ে যাচ্ছিল এবং টুপকাদিহ এবং বোকারো স্টেশনের মধ্যে প্রধান লাইনে উল্টে যায়। ঘটনাটি টুপকাদিহ স্টেশনের উত্তর কেবিন ইয়ার্ডের কাছে ঘটেছে এবং বোকারো-গোমো সেকশনে ট্রেন চলাচল প্রভাবিত করেছে।

যে ট্রেনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে বারাণসী-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, রাঁচি-ভাগলপুর বনানচল এক্সপ্রেস, হাতিয়া-পাটনা-রাঁচি-কামাখ্যা, রাঁচি-লোকমান্য তিলক এক্সপ্রেস এবং রাঁচি-ধানবাদ ইন্টারসিটি। বেশ কয়েকটি ট্রেন আটকে থাকায় যাত্রীদের অসুবিধায় পড়তে হয়।

এদিকে মালগাড়ি লাইনচ্যুত ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen