‘খাদান’ সিনেমায় নতুন চরিত্র প্রকাশ্যে আনলেন সুপারস্টার দেব

সুপারস্টার দেব যে ধরনের সিনেমা এখন বানাচ্ছেন সকলেই পছন্দ করেছেন সেই সব সিনেমা।

January 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরের শুরুতে সুপারস্টার দেব প্রকাশ্যে এনেছিলেন ‘খাদান’ সিনেমার ফার্স্ট লুক। পারিবারিক গল্প নিয়ে সিনেমা করছেন দেব। এই ফার্স্ট লুকের মাধ্যমে বুঝিয়েছেন অ্যাকশন সিনেমা নিয়ে আসছেন দেব ‘খাদান’ সিনেমার মাধ্যমে। যা শুনে দেবের ভক্তরা উল্লসিত হয়ে পড়ে।

আজ সুপারস্টার দেব আরও একটি পোস্ট করেন। সেটায় লেখা –
কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি,
দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি ।।

‘খাদান’ সিনেমায় অভিনেতা যীশু সেনগুপ্তের চরিত্রকে সামনে নিয়ে এলেন দেব আরেকটি ছোট টিজারের মাধ্যমে।

যীশু সেনগুপ্তের চরিত্রটির প্রথম লুক দেখে সিনেমাপ্রেমীদের তাঁরই অভিনীত ‘মহাপ্রভু’ সিরিয়ালের কথা মনে পড়ে গেছে। একটি বৈষ্ণবের চরিত্রে আছেন যীশু এবং মনে করা হচ্ছে ‘খাদান’ সিনেমায় দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি।

সুপারস্টার দেব যে ধরনের সিনেমা এখন বানাচ্ছেন সকলেই পছন্দ করেছেন সেই সব সিনেমা। দেব ফিরছেন অ্যাকশনে, তাই সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘খাদান’ সিনেমার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen