JNU-র রং লাল, চার আসনেই জয়ী বাম জোট, খাতা খুলল না ABVP
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) ফের রাঙল লাল রঙে। ছাত্র সংসদ নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই জয় ছিনিয়ে নিল বামপন্থী ছাত্র সংগঠনগুলির জোট। ABVP (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) কোনও পদেই জয়লাভ করতে পারেনি, ফলে ফের শূন্য হাতে ফিরতে হল তাদের।
মঙ্গলবার অনুষ্ঠিত হয় জেএনইউ ছাত্র সংসদের নির্বাচন (JNU Student Union Election)। রাত ৯টা থেকে শুরু হয় ভোট গণনা, কড়া নিরাপত্তার মধ্যে। নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৬৭ শতাংশ। মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সেন্ট্রাল প্যানেলের চারটি পদে। ভোটার সংখ্যা ছিল ৯,০৪৩ জন।
প্রেসিডেন্ট পদে এবিভিপির বিকাশ প্যাটেলকে চারশোর বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বাম জোটের অদিতি মিশ্র। ভাইস প্রেসিডেন্ট পদে কে গোপিকা এবিভিপি প্রার্থীকে হারিয়েছেন ১,২০০-র বেশি ভোটে। সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন সুনীল যাদব (Sunil Yadav)। তিনি পেয়েছেন ১,৯১৫ ভোট, যেখানে এবিভিপির রাজেশ্বর কান্ত দুবে (Rajeshwar Kanta Dube) পেয়েছেন ১,৮৪১ ভোট। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন বাম জোটের দানিশ আলি।
জেএনইউ বরাবরই বামপন্থী ছাত্র রাজনীতির অন্যতম কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় বাম-অতিবাম মনোভাবাপন্ন ছাত্রদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। গতবারের নির্বাচনে দীর্ঘ খরা কাটিয়ে এবিভিপি একটি পদে জয় পেয়েছিল। এবার সেই আসনটিও হারিয়ে ফের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল বাম জোট।