গ্রন্থাগারে ৭৩৮টি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার

সব মিলিয়ে ৭৩৮টি পদে নিয়োগ হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

May 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক দশকেরও বেশি সময় পর গ্রন্থাগারিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে গ্রন্থাগার দপ্তর। সব মিলিয়ে ৭৩৮টি পদে নিয়োগ হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে গ্রন্থাগারিক না থাকায় বিভিন্ন জেলায় লাইব্রেরি পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। এবার সেই সমস্যার অবসান হবে বলে মনে করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় ১০ মে’র মধ্যে একটি বাছাই কমিটি গঠন করতে হবে। তারপর ১৭ তারিখ শূন্যপদের জন্য বিজ্ঞাপন দিতে হবে। আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ইন্টারভিউয়ে কতজন ডাক পাবেন, তার চূড়ান্ত তালিকা ২৪ জুন প্রকাশ করা হবে। ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তাৎপর্যপূর্ণ হল, ইন্টারভিউয়ে বাংলা ও কম্পিউটারের জ্ঞানের উপর বাড়তি জোর দেওয়া হবে। 

জেলাভিত্তিক কোথায় কত শূন্যপদ রয়েছে, তার তালিকা আগেই প্রকাশ করেছিল দপ্তর। তাতে দেখা যাচ্ছে, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলার প্রতিটিতে গ্রন্থাগারিক পদে পঞ্চাশ জনের উপর নিয়োগ করতে হবে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ৪৪ এবং ৪০ জন, নদীয়ায় ৩৭, মুর্শিদাবাদে ৩৬, কলকাতায় ৪০, বীরভূমে ৩৮টি পদ খালি রয়েছে। এতদিন একেকজন গ্রন্থাগারিককে দুই থেকে তিনটি করে লাইব্রেরির দায়িত্ব সামলাতে হয়েছে। এই নিয়োগের ফলে সেই চাপ কমবে বলেই মনে করা হচ্ছে। 

পশ্চিমবঙ্গ সাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি তহিদুল ইসলাম এই নিয়োগের সরকারি আদেশকে স্বাগত জানান। তিনি বলেন, এতে গ্রন্থাগারপ্রেমী থেকে শুরু করে লাইব্রেরি সায়েন্স পাশ করা ছেলেমেয়েরা সকলেই খুব খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen