কোয়াডের মঞ্চে মোদীকে সম্পূর্ণ অবজ্ঞা বাইডেনের, ভাইরাল ভিডিও
মোদীর দিকে তখন ফিরেও তাকালেন না বাইডেন। মোদী তখন অ্যালবানিসের পিঠ চাপড়াচ্ছেন। অবজ্ঞাকে ঢেকে দিতেই বোধহয়।
May 24, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

মঞ্চে দাঁড়িয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস, সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যালবানিসের সঙ্গে হাত মেলালেন বাইডেন। স্বল্প বাক্য বিনিময়ও হল। মোদীর দিকে তখন ফিরেও তাকালেন না বাইডেন। মোদী তখন অ্যালবানিসের পিঠ চাপড়াচ্ছেন। অবজ্ঞাকে ঢেকে দিতেই বোধহয়।
হ্যাঁ, পরে মোদীর সঙ্গেও হাত মিলিয়েছেন বাইডেন। তার একটু পরেই। কিন্তু ক্ষণিকের ওই অবজ্ঞা, এবং মোদীর সেটাকে অ্যালবানিসের পিঠ চাপড়িয়ে আড়াল করার চেষ্টা দংশন করবে অত্যন্ত বড় ‘ভক্ত’-এর মনেও।
দেখে নিন সেই ভিডিও :