সাহায্যের হাত বাড়ালেন বাইডেন, টিকার কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের
তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে আমেরিকা। ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা
April 26, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে আমেরিকা (United States Of America)। ভারতে টিকা (Vaccine) তৈরির কাঁচামাল (Raw material) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) জানিয়েছেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের এই দুঃসময়ে আমেরিকাও পাশে দাঁড়াবে।
বাইডেনের তরফে টুইট করে বলা হয়েছে, ‘প্রথম দিকে অতিমারির প্রভাবে আমাদের হাসপাতালগুলি যখন সমস্যায় পড়েছিল তখন যে ভাবে ভারত সাহায্য করেছিল তেমনই এই সময় আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর’।