চোখ ধাঁধানো অ্যাকশন, জন আব্রাহাম অভিনীত ‘অ্যাটাক’ ছবির ট্রেলার প্রকাশ্যে

ট্রেলারের শুরুতেই বিমানবন্দরে জঙ্গি হানার দৃশ্য দেখানো হয়েছে। তারপর শুরু হয় জনের সুপার সোলজার অর্থাৎ সুপার সৈনিক হওয়ার কাহিনি। যেখানে সাইন্স ফিকশনের এলিমেন্টও রয়েছে।

March 7, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

‘সত্যমেব জয়তে ২’-র পর ফের অ্যাকশন মোডে জন আব্রাহাম (John Abraham)। এবার ‘সুপার সোলজার’ হয়েছেন তারকা। পয়লা এপ্রিল মুক্তি পাবে অ্যাকশন ড্রামা ‘অ্যাটাক’ (Attack Film)। সোমবার প্রকাশ্যে এল লক্ষ্য রাজ আনন্দ পরিচালিত ছবির ট্রেলার। ছবিতে জনের পাশাপাশি রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং রকুলপ্রীত সিং।

John Abraham makes Instagram comeback with Attack teaser | Sangbad Pratidin

বেশ নাটকীয়ভাবে ‘অ্যাটাক’-এর টিজার প্রকাশ করেছিলেন জন। প্রথমে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সমস্ত পোস্ট ডিলিট করে দেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই টিজার প্রকাশ করেন। ট্রেলারের শুরুতেই বিমানবন্দরে জঙ্গি হানার দৃশ্য দেখানো হয়েছে। তারপর শুরু হয় জনের সুপার সোলজার অর্থাৎ সুপার সৈনিক হওয়ার কাহিনি। যেখানে সাইন্স ফিকশনের এলিমেন্টও রয়েছে।

ছবিতে জনের বিপরীতে দেখা যাচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সূত্রের খবর মানলে, এই কারণেই সলমন খানের দাবাং ট্যুর থেকে বাদ পড়েছেন নায়িকা। ‘অ্যাটাক’ অবশ্য এই বিতর্কের অনেক আগে শুট করা।

Atack Film

বেশ রাফ অ্যান্ড টাফ চরিত্রেই অভিনয় করেছেন রকুলপ্রীত সিং। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ। ২০২০ সালের জানুয়ারি মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। তারপর করোনার (Coronavirus) কারণে বেশ কিছুদিন ছবির শুটিং বন্ধ ছিল। পরে নিউ নর্মালে শুটিং শেষ হয়। প্রথমে ২০২০ সালের ১৪ আগস্ট ছবির মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছিল। কিন্তু শুটিং ব্যহত হওয়ার জেরে মুক্তির সেই তারিখ পালটে যায়। চলতি বছরের জানুয়ারি মাসে নতুন মুক্তির দিন ঠিক করা হয়। তবে সেই সময় আবার ওমিক্রনের দাপট শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পয়লা এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘অ্যাটাক’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen