মেলেনি টিকিট! মোদী-শাহ দরবারে ছুটলেন বারলা?

বিজেপির অন্দরের খবর, বারলা বিরোধী গোষ্ঠী খুব ‘খুশি’।

March 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে সরিয়ে আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে বিজেপি। বারলার নাম বাদ পড়তেই শুরু হয়েছে নানা গুঞ্জন। শনিবার বিকেলেই বাগডোগরা থেকে বিমানে দিল্লি গিয়েছে মন্ত্রী। শোনা যাচ্ছে, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। অমিত শাহের সঙ্গেও দেখা করার চেষ্টা চালাতে পারেন বলে খবর রয়েছে বারলার ঘনিষ্ঠবৃত্তে।

বারলার অনুগামীদের ধারণা, প্রতিবেশী কোনও রাজ্য থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। প্রকাশ্যে এখনও কিছু বলেননি বারলা। তবে বিজেপির অন্দরের খবর, বারলা বিরোধী গোষ্ঠী খুব ‘খুশি’। তাঁদের অভিযোগ, পাঁচ বছরে জনসংযোগ ও এলাকার উন্নয়নে তাঁকে দেখা যায়নি। মন্ত্রীর অনুগামীদের দাবি আবার অন্য। দলের চা শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়নের (বিটিডব্লুইউ) কেন্দ্রীয় কমিটির সভাপতি যুগলকিশোর ঝাঁর কথায়, জন বারলা দলে তেমন সক্রিয় ছিলেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen