বাংলার পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরিতে যৌথ উদ্যোগ শিল্পোন্নয়ন নিগম ও অ্যামাজনের

৮ জুন বণিকসভা ফিকির সহযোগিতায় কলকাতায় আয়োজিত হল ই-এক্সপোর্ট হাট।

June 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে বহু ব্যবসায়ী এমনকি স্টার্ট আপ সংস্থা ই-কমার্স প্ল্যাটফর্মকে মাধ্যম করে ব্যবসার পরিসর বাড়াচ্ছে। এবার রপ্তানিতেও যাতে সংস্থাগুলি এগিয়ে আসে, তার জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগম ও অ্যামাজন যৌথ পদক্ষেপ করল।

৮ জুন বণিকসভা ফিকির সহযোগিতায় কলকাতায় আয়োজিত হল ই-এক্সপোর্ট হাট। প্রশিক্ষণ শিবিরের মাধ্যমেই উদ্যোগপতিদের রপ্তানির বিষয়ে সচেতন করা হল। অ্যামাজন ইন্ডিয়ার গ্লোবাল ট্রেডের ডিরেক্টর ভূপেন ওয়াকানকারের কথায়, বাংলা থেকে তিন হাজারের বেশি সংস্থা বা উদ্যোগপতি তাঁদের মাধ্যমে বিদেশের বাজারে পণ্য রপ্তানি করছে। কলকাতা, শহরতলি এবং জেলার ছোট ব্যবসায়ীরাও যাতে অ্যামাজনের দ্বারা নানান দেশের বাজার ধরতে পারেন, তেমনভাবেই উদ্যোগ নিচ্ছে ই-কমার্স সংস্থাটি। ২০২৫ সালের মধ্যে এদেশ থেকে দু’হাজার কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা। লক্ষ্যমাত্রার একটা বৃহত্তর অংশ বাংলা থেকে আসবে বলে তারা আশাবাদী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen