স্বামী মোদী সরকারের বিরুদ্ধে সরব, মাশুল গুনে চাকরি খোয়ালেন সাংবাদিকের স্ত্রী

সাংবাদিকের সত্য তুলে ধরার মাশুল গুনতে হল স্ত্রীকে

September 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মোদী আমলে বিপন্ন দেশের গণতন্ত্রের চতুর্থস্তম্ভ, লাগাতার সংবাদমাধ্যমের উপর আক্রমণ চলছেই। এবার এক ভিন্ন ধরণের আক্রমণ নেমে এল সাংবাদিকের উপর। সাংবাদিকের সত্য তুলে ধরার মাশুল গুনতে হল স্ত্রীকে। ঘটনাটা ঠিক কী? স্বামী সাংবাদিকতা করেন, সরকারি নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সরব। নিয়মিত কলমও ধরেন। সেই কারণের জন্যে শাস্তি পেলেন তাঁর স্ত্রী। কাশ্মীরের সাংবাদিক পিরজাদা আশিকের স্ত্রী মাশরত ইউসুফের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকের স্ত্রী মাশরত বিগত ১১ বছর ধরে শ্রীনগর পুরসভায় মিডিয়া অ্যাসিস্ট্যান্টের পদে কর্মরত ছিলেন। হঠাৎ করেই তাঁর উপর নেমে এল বরখাস্তের খাড়া।

প্রসঙ্গত, আশিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের জম্মু ও কাশ্মীরের করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন। গত ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই মোদী সরকারের মিথ্যে প্রোপাগান্ডার বিরুদ্ধে সরব আশিক। অনেক দিন ধরেই তিনি সরকারের সমালোচনা করেন। বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশ তাঁকে সমন পাঠিয়েছে। তাঁর লেখা নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। এবার তাঁকে শাস্তি দিতেই, সাংবাদিকের স্ত্রীকে বরখাস্ত করল প্রশাসন। প্রসঙ্গত, মাশরফের পদটি অস্থায়ী ছিল। তাঁর বদলে জনৈক ইদ্রিস আকিল নামের এক ব্যক্তিকে জনসংযোগ আধিকারিকের পদে চাকরি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীর সরকার ইতিমধ্যেই ৩০ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে।কেন্দ্রশাসিত অঞ্চলের কোনও সরকারি কর্মী দেশবিরোধী কাজে জড়িয়ে পড়ছেন কিনা তার উপর নজরদারি চালাতে ২০২০ সালের জুলাইয়ে বিশেষ এক কমিটি তৈরি করা হয়েছিল। কোনও সরকারি কর্মী দেশবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, তাকে চাকরি থেকে অপসারণের প্রস্তাব সরকারের কাছে পৌঁছে দেয় এই বিশেষ কমিটি। গত মাসেই এই কমিটির সুপারিশে পাঁচ জন সরকারি কর্মী চাকরি হারিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen