JPC-তে পাশ ওয়াকফ বিল, কী কী সুপারিশ কমিশনের?
আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। বারবার কমিটির বৈঠক উত্তপ্ত হয়ে উঠেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যৌথ সংসদীয় কমিটিতে ওয়াকফ বিল পাশ হয়ে গেল। বিলে ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি। বিরোধীদের অভিযোগ, দিল্লি বিধানসভার নির্বাচন দোরগোড়ায়। তাই তাড়াহুড়ো করে বিল পাশ করানো হচ্ছে। বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করেছে কমিটি।
আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। বারবার কমিটির বৈঠক উত্তপ্ত হয়ে উঠেছে। কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়। সময়সীমা শেষ হওয়ার আগেই ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে অনুমোদন দিল কমিটি।