বিরোধীদের আপত্তিতে পিছিয়ে গেল ১৩০তম সংবিধান সংশোধনী সম্বন্ধিত যৌথ সংসদীয় কমিটি

September 29, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৪৫: তীব্র বিতর্কের মুখে পিছিয়ে গেল যৌথ সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) গঠনের প্রক্রিয়া। একটানা ৩০ দিন কারাগারে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের পদচ্যুত করার বিধান রেখে প্রস্তাবিত সংবিধানের ১৩০তম সংশোধনী বিল (130th Constituitional Amendment) নিয়ে এই কমিটি গঠনের কথা ছিল। তবে বিরোধী দলগুলোর তীব্র প্রতিরোধের মুখে এখনও আলোচনায় কোনও সুরাহা হয়নি। মূলত বিরোধী শিবিরেরই একাধিক দল এই কমিটিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাঁদের অভিযোগ, বিজেপি এই বিলের মাধ্যমে বিরোধী দলগুলোর নেতৃত্বকে পদচ্যুত করতে চায়।

মূলত বিরোধী জোট ইন্ডিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শরিক দল এই কমিটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে এবং শিবসেনা (UBT) এই কমিটিতে অংশ নেবে না বলে জানিয়েছে। সংসদীয় এফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ও জয়রাম রমেশের পাশাপাশি সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তিনি তাদের এই কমিটিতে প্রতিনিধি পাঠানোর জন্য আহ্বান জানাবেন। সূত্রের খবর, প্রথমে কমিটিতে যোগ দিতে সম্মত হলেও এখন কংগ্রেস নিজেদের অবস্থান নতুন করে ভাবছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটি সংসদে উত্থাপন করেছিলেন। এই বিলের মূল উদ্দেশ্য হলো, যেন সরকার চালানো না হয় জেল থেকে। বিরোধী দলগুলি তাদের সদস্য মনোনীত করতে অস্বীকার করলে, সরকার তাদের বাদ দিয়েই যৌথ সংসদীয় কমিটি গঠনের পথে এগোতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen