One nation, one election নিয়ে মমতার মতামত নিতে চাইছে JPC

চলতি বাদল অধিবেশনের শেষ সপ্তাহেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু সূত্রের খবর এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা সম্ভব হচ্ছে না।

August 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৫: ‘এক দেশ, এক নির্বাচন’ (One nation, one election) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত নিতে চাইছে সংসদীয় যৌথ কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নেতৃত্বে এই কমিটি এক দেশ, এক নির্বাচন নীতি পর্যালোচনা করছে। এই উদ্যোগ কার্যকর করতে গেলে সংবিধান সংশোধন অপরিহার্য। মোদী সরকার ইতিমধ্যেই ১২৯তম সংবিধান সংশোধন বিল এনেছে, যা বিস্তারিত পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে ৪১ সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে।

চলতি বাদল অধিবেশনের শেষ সপ্তাহেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু সূত্রের খবর এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা সম্ভব হচ্ছে না। ফলে কমিটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব আনা হতে পারে। এখনও পর্যন্ত কমিটি মোট নয়টি বৈঠক করেছে এবং আগামী দশ দিন থাকবে স্টাডি ট্যুর।

১৯ আগস্টের বৈঠকে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে ডেকে মতামত নেওয়া হবে। বিশেষত, একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হলে দেশের আর্থিক প্রভাব কী হতে পারে, তা বুঝতেই রঘুরাম রাজনের পরামর্শ চাইছে কমিটি।

পরিকল্পনা অনুযায়ী, স্টাডি ট্যুর চলাকালীন বাংলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবে তারা। যদিও দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তৃণমূল সুপ্রিমো শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধী। তাঁর বক্তব্য— পাঁচ বছরের পূর্ণ মেয়াদের আগে সরকার ভেঙে গেলে বাকি সময়ের জন্য নির্বাচন হলে তা মূল নির্বাচনের বদলে এক ধরনের উপনির্বাচন হবে, যা সংবিধানের মূল ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই আপত্তিতে বিরোধীরাও সহমত। তাই পিপি চৌধুরীর নেতৃত্বাধীন এই কমিটি আরও বিশদে আলোচনা করে, সমস্ত মতামত বিবেচনা করে তবেই রিপোর্ট পেশের সিদ্ধান্ত নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen