JU: বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের তালিকায় উজ্জ্বল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৫: মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) প্রকাশিত বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের ডেটাবেসে স্থান করে নিয়েছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অর্ধশত অধ্যাপক। ২০২৪ সালের জন্য প্রকাশিত বার্ষিক তালিকায় গবেষণাপত্রের উদ্ধৃতির ভিত্তিতে (citations) বিশ্বের সেরা দু’শতাংশ বিজ্ঞানীদের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোট ৫০ জন অধ্যাপক ও গবেষকের নাম স্থান পেয়েছে।
শুধু তাই নয়, সারাজীবনের গবেষণা অবদানের জন্যও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আলাদা একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও ৪০ জন গবেষকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই সাফল্য নিঃসন্দেহে বাংলার এবং দেশের জন্য অত্যন্ত গর্বের।
উল্লেখযোগ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কোনো গবেষণা বৃত্তি নেই। গবেষক ও অধ্যাপকরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় ফেলোশিপের ওপর নির্ভর করে। তবুও যে আন্তর্জাতিক মানের গবেষণা (research) এই প্রতিষ্ঠান থেকে উঠে আসছে, তা প্রমাণ করে শিক্ষকদের নিষ্ঠা, মেধা ও অক্লান্ত পরিশ্রম। এই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের অবদান বিশেষ স্বীকৃতির দাবিদার।