২১ জুলাইয়ের পোস্টারে শুধুই মমতার ছবি, যা বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
শনিবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে সেই বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সুদীপ বলেন, ‘‘ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।’’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। শনিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা পোস্টারে দেখা যাচ্ছে শুধুই দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ছবি। বেলা বাড়তেই জানা যায়, এর আসল কারণ। প্রকাশ করলেন দলের সাংসদ ও প্রবীন নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শনিবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে সেই বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সুদীপ বলেন, ‘‘ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।’’
সুদীপ জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ২১ জুলাইয়ের এই সমাবেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমাবেশে যাতে সবচেয়ে বেশি জনসমাগম হয়, তা নিশ্চিত করতে জেলার নেতাদের নির্দেশও দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সুদীপ বলেন, ‘‘এ বার সর্বকালীন রেকর্ড ভিড় হবে ২১ জুলাইয়ের সমাবেশে। একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে, তার নজির আমরা এ বার রাখবই রাখব।’’