জুলাই মানেই ৩ অধিনায়কের মাস, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনন্য এক অধ্যায়
গাভাস্কারের সাহস, সৌরভের আত্মবিশ্বাস আর ধোনির কৌশল একসঙ্গে মিশে আজকের ভারতীয় ক্রিকেটকে করেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৩: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জুলাই মানেই আলাদা এক আবেগ। কারণ এই মাসেই জন্ম নিয়েছেন তিন কিংবদন্তি অধিনায়ক, যাঁরা বদলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের গতিপথ। হ্যাঁ, কথা হচ্ছে সুনীল গাভাস্কার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির। তিনজনই ভারতীয় ক্রিকেটের তিনটি যুগের প্রতীক।
- ৭ জুলাই – মহেন্দ্র সিং ধোনি
- ৮ জুলাই – সৌরভ গঙ্গোপাধ্যায়
- ১০ জুলাই – সুনীল গাভাস্কার
গাভাস্কার (Sunil Gavaskar): সাহসের প্রথম পাঠ
তালিকার প্রথমেই রয়েছেন সুনীল গাভাস্কার। ক্রিকেটবিশ্বে যাঁর পরিচয় ‘লিটল মাস্টার’ (Little Master) নামে। তাঁর ব্যাট ছিল যেন ভারতের সাহসের প্রতীক। ভারতীয় ক্রিকেট যখনও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে ব্যস্ত, তখন গাভাস্কারের ব্যাট ছিল সেই সংগ্রামের প্রথম বড় অস্ত্র। ধারাবাহিকতা, সংযম আর আত্মবিশ্বাসে ভর করে তিনি ভারতের হয়ে টেস্টে প্রথম ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। বিদেশের কঠিন উইকেটেও তিনি ছিলেন দৃঢ়তার অন্য নাম—তাঁর ব্যাট চললে গোটা দেশে যেন আশার আলো জ্বলত।
সৌরভ (Sourav Ganguly): আত্মবিশ্বাসের বিপ্লব
এরপর আসে সেই নাম, যাঁকে গোটা ভারত ‘দাদা’ (Dada) নামে চেনে। সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট যখন ম্যাচ-ফিক্সিং কাণ্ডে তীব্র সঙ্কটে, তখন ধ্বংসস্তূপ থেকে নতুন দল গড়ার দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। আর তিনি নিজের আগ্রাসী নেতৃত্ব, সাহসী সিদ্ধান্ত আর দলের প্রতি নিখাদ বিশ্বাস দিয়ে ভারতীয় ক্রিকেটকে নতুন পথ দেখান। বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা, ভারতীয় দল প্রথম শিখেছিল তাঁর হাত ধরেই।
ধোনি (Mahendra Singh Dhoni): কৌশল আর শান্ত স্বভাবের সংমিশ্রণ
ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে যাঁর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি মহেন্দ্র সিং ধোনি। শুরুটা ২০০৭ সালে, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে। এরপর একের পর এক সাফল্য– ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর শান্ত স্বভাব, প্রখর কৌশল আর অটুট মনোভাব তাঁকে এনে দেয় ‘ক্যাপ্টেন কুল’-এর (Captain Cool) তকমা। শুধু ট্রফি-ই নয়, ভারতীয় ক্রিকেটকে তিনি উপহার দেন বিরাট, রোহিত, জাদেজা, হার্দিকদের মতো নতুন তারকা।
এক সুতোয় বাঁধা তিন কিংবদন্তি
তিন জনের জন্মদিন আলাদা, কিন্তু তাঁদের অবদান একই সুতোয় বাঁধা। গাভাস্কারের সাহস, সৌরভের আত্মবিশ্বাস আর ধোনির কৌশল একসঙ্গে মিশে আজকের ভারতীয় ক্রিকেটকে করেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। জুলাই তাই ভারতীয় ক্রিকেটের কাছে শুধুই মাস নয়, এক গর্বের ইতিহাস। এই তিন নায়কের জন্মমাসে তাঁদের প্রতি রইল কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসা।