Junior Asian Badminton Championship: সোনা জয় ভারতের শাইনা মনিমুথু এবং দীক্ষা সুধাকরের
October 26, 2025
|
< 1 min read
Published by: Ritam

অনূর্ধ্ব ১৫ মেয়েদের ফাইনালে জাপানের চিহারু তোমিতাকে ২১-১৪, ২২-২০ গেমে হারান শাইনা।চতুর্থ ভারতীয় হিসাবে মহিলাদের অনূর্ধ্ব ১৫ বিভাগে খেতাব জিতেছেন তিনি। দীক্ষা সুধাকর অনূর্ধ্ব ১৭ মেয়েদের সিঙ্গলসে লক্ষ্যা রাজেশকে ২১-১৬, ২১-৯ গেমে হারিয়ে সোনা জেতেন। অন্যদিকে, শনিবার এই টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে জগশের সিং খাঙ্গুরা এবং মিক্সড ডাবলসে জংজিৎ সিং কাজলা এবং জান্নিকা রমেশ সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।