শুটিংয়ে চোট পেয়ে আহত জুনিয়র এনটিআর, এখন কেমন আছেন তিনি?
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২৫: জনপ্রিয় তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর সম্প্রতি হায়দরাবাদে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন চোট পান। এনটিআরের টিম সামাজিক মাধ্যমে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে যে তিনি এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
খবরটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। এক ভক্ত লিখেছেন, “গেট ওয়েল সুন, ড্রাগন”, আরেকজন মন্তব্য করেছেন, “এটি শুধুই সামান্য বাধা, খুব শীঘ্রই ড্রাগন আগুন ঝরাবে”। অন্য একজন ভক্ত লিখেছেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এনটিআর, আমাদের শুভেচ্ছা রইল”।
বর্তমানে এনটিআর কাজ করছেন পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত ছবি ‘ড্রাগন’-এ। সম্প্রতি শুটিং সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এনটিআর জিমে কঠোর পরিশ্রম করছেন চরিত্রের জন্য ফিট হতে। ছবিতে নায়িকার ভূমিকায় আছেন রুকমিণী বসন্ত। শোনা যাচ্ছে, ‘কান্তারা’ খ্যাত অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি ছবিতে বিশেষ উপস্থিতি রাখতে পারেন। যদিও এটি নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে আলোচনায় বিষয়টি রয়েছে।
গত আগস্টে কুমটা এলাকায় একটি গুরুত্বপূর্ণ শুটিং এর অধ্যায় শেষ হয়েছে, যেখানে সমুদ্রতীরবর্তী দৃশ্য এবং রামোজি ফিল্ম সিটিতে তৈরি বিশাল সেটে কাজ হয়েছে। মৈথ্রি মুভি মেকারস প্রযোজিত ‘ড্রাগন’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৫ জুন।
এনটিআরকে শেষবার দেখা গিয়েছিল হৃত্বিক রোশনের সঙ্গে একটি অ্যাকশন ফিল্মে, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।