মুখেই নারী ক্ষমতায়ন? তলানিতে রাজনৈতিক দলগুলোর মহিলা প্রার্থীর সংখ্যা

মোট প্রার্থীর মধ্যে মাত্র তিন শতাংশ মহিলা প্রার্থী। বিজেপির মোট প্রার্থীর মধ্যে মহিলা ১৬ শতাংশ। কংগ্রেসের ১৩ শতাংশ।

June 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
(বাম দিক থেকে) সীতা সোরেন, দাগ্গুবাতি পুরন্দেশ্বরী, প্রীনীত কৌর, নবনীত রানা এবং বংশারি স্বরাজ এবার বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে রয়েছেন। ছবি সৌজন্যে: এক্স

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমবেশি প্রায় প্রতিটি রাজনৈতিক দলই নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দেয়। ইতিমধ্যেই মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে সংসদে বিল পাশ হয়েছে। রাজনৈতিক দলগুলির মহিলাদের ভোটের লড়াইয়ে লড়তে পাঠানোর প্রবণতা সেই তলানিতেই। ১৯৫৭ সালের ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল তিন শতাংশ। ২০২৪ সালে তা ১০ শতাংশও ছুঁতে পারল না।

পিআরএস লেজিসলেটিভ রিসার্চের রিপোর্টে উঠে এসেছে মহিলা প্রার্থী সংক্রান্ত পরিসংখ্যান। ২০১৯ সালের লোলসভা ভোটে মহিলা প্রার্থী ছিলেন ৯ শতাংশ। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৭,৮১০ জন। মহিলা প্রার্থী ছিলেন মাত্র ৫৫৬ জন। অর্থাৎ সাত শতাংশের আশেপাশে। ২০২৪ সালের ভোটে মোট ৮,৩৩৭ জন প্রার্থী ভোটের ময়দানে লড়তে নেমেছিলেন, তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৭৯৭। এবার মোট প্রার্থীর ৯.৬ শতাংশ মহিলা প্রার্থী মাত্র।

মহিলা প্রার্থী দেওয়ার নিরিখে শীর্ষে এনপিপি, তাদের তিন জন প্রার্থী মধ্যে দু’জন অর্থাৎ ৬৭ শতাংশ মহিলা। বিজু জনতা দল ৩৩ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছে। তৃতীয় স্থানে আরজেডি, তারা মহিলা প্রার্থী দিয়েছে ২৯ শতাংশ। মহিলা প্রার্থী দেওয়ার নিরিখে নীচের দিকে রয়েছে এআইএডিএমকে এবং ফরওয়ার্ড ব্লক। তাদের মোট প্রার্থীর মধ্যে মাত্র তিন শতাংশ মহিলা প্রার্থী। বিজেপির মোট প্রার্থীর মধ্যে মহিলা ১৬ শতাংশ। কংগ্রেসের ১৩ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen