মাত্র ছ’দিন! হাইস্কুলের মতো প্রাথমিক স্কুলেও কমছে গরমের ছুটি
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আগামী শিক্ষাবর্ষ থেকে গরমের ছুটি মাত্র ৬ দিন! হাইস্কুলের মতো এবার প্রাথমিক স্কুলেও কমছে গ্রীষ্মের ছুটি। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটির তালিকা প্রকাশ করেছে। তাতে গরমের ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। যদিও বাস্তবে ছুটি বাড়বে বলেই মনে করছে শিক্ষক মহল। বিগত কয়েক বছরে গরমের তীব্রতা বেড়েই চলেছে। তীব্র দাবদাহের জেরে নির্ধারিত ছুটির আগেই স্কুল বন্ধ করতে হয়। এই মর্মে সরকারি আদেশ আসে। সে কারণে ঘোষিত ছুটির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছিল শিক্ষক মহল। তবে, তা মানা হয়নি। উল্লেখ্য, চলতি বছরেও গ্রীষ্মের ছুটি ছিল ১৩ দিন। এবার প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হল।
বিগত কয়েক বছর যাবৎ গরমকালে দাবদাহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মার্চ থেকেই তাপমাত্রার বেশ পারদ ঊর্ধ্বমুখী থাকছে। জেলায় জেলায় লু পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রখর গরমে স্কুলে ক্লাস করার ক্ষেত্রে পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। যার জেরে ফি বছরই স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটির দিন বাড়ানো হয়। সেই পরিস্থিতির কথা চিন্তা করেই প্রথমে মাত্র ৬ দিন ছুটি বরাদ্দ করা হল বলে অনুমান ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, এর আগেই গরমের ছুটি কমানোর সিদ্ধান্ত জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী শিক্ষাবর্ষের ছুটির যে ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাতে গ্রীষ্মাবকাশে ছ’দিন ছুটি বরাদ্দ করা হয়েছে। ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি চলবে। সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা ২০২৬ সালে গরমের ছুটি পাবে মাত্র ৬ দিন। পর্ষদের মতে, প্রতি বছর স্কুলগুলিকে ৬৫টি ছুটি বরাদ্দ করা হয়। নতুন করে আরও অনেক ছুটি দেওয়া হচ্ছে। রাজ্য সরকার অনেক নতুন ছুটি ঘোষণা করেছে। গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাই-র জন্মদিবস, ইস্টার স্যাটার ডে, হুল দিবস, করম পুজোর মতো দিনগুলিতে স্কুল ছুটি দেওয়া হয়। র্গাপুজোকে কেন্দ্র করে শারদোৎসবে ২৮ দিন ছুটি দেওয়া হয়েছে। অতিরিক্ত গরমের জন্য প্রায় প্রতি বছরই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের বাড়তি ছুটি দেয়।