বিচারপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
রবিবার এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই একথা জানান বিচারপতি।
March 3, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। রবিবার এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই একথা জানান বিচারপতি। তিনি জানান, বিচারপতি পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করবেন। তবে কি লোকসভায় প্রার্থী হিসেবে দেখা যাবে তাঁকে? শুরু হয়েছে গুঞ্জন।
শোনা যাচ্ছে, আগামী ৭ মার্চ বারাসতে মোদীর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসন্ন নির্বাচনে তমলুক থেকে তিনি প্রার্থী হচ্ছেন বলে, জোর জল্পনা চলছে।