করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর
মৃদু করোনা সংক্রমন ধরা পড়ে তাঁর।এর পরেই তাঁকে রবিবার চন্ডীপুরে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।বিধায়কের পরিবারের সদস্যদের অবশ্য করোনা সংক্রমন হয়নি।
November 16, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আক্রান্ত হলেন পটাশপুরের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর করোনা (Covid 19) আক্রান্ত হলেন।ফলে শাসক দলের আরো এক বিধায়ক এই ভাইরাসে আক্রান্ত ।
পটাশপুরের বিধায়ক এর পরিবার সুত্রে জানা গেছে গত পরশু দিন জ্বরে আক্রান্ত হয়ে পড়েন জ্যোতির্ময় কর (jyotirmoy kar) । এর পরেই পরীক্ষা করান তিনি । মৃদু করোনা সংক্রমন ধরা পড়ে তাঁর।এর পরেই তাঁকে রবিবার চন্ডীপুরে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।বিধায়কের পরিবারের সদস্যদের অবশ্য করোনা সংক্রমন হয়নি।