এক বছরের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন! কপালে চিন্তার ভাঁজ যাত্রীদের
গত সোমবার থেকেই বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন । প্রাথমিকভাবে স্টেশন ভবনের চারটি পিলারে গভীর ফাটল এবং আরও কিছু পিলারে চিড় দেখা গেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১০: প্রায় এক বছরের জন্য বন্ধ করে দেওয়া হলো ‘কবি সুভাষ’ মেট্রো স্টেশন(Kavi Subhash Metro)। কলকাতা মেট্রো সূত্রে খবর, স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে। এই কারণেই সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হবে স্টেশনটি। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে এবং কাজ শেষ হতে ১০ বা ১১ মাস সময় লাগবে বলেই অনুমান করা হচ্ছে । ফলে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।এর ফলে দক্ষিণ কলকাতার মানুষদের স্বাভাবিক জীবনে বড় সমস্যা তৈরি হলো। ব্লু লাইন মেট্রোর দক্ষিণ প্রান্তের এটি একদম শেষ স্টেশন।
গত সোমবার থেকেই বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন । প্রাথমিকভাবে স্টেশন ভবনের চারটি পিলারে গভীর ফাটল এবং আরও কিছু পিলারে চিড় দেখা গেছে। প্ল্যাটফর্ম বসে যাওয়াও চোখে পড়েছে। এমনকি ছাদ, দেয়াল, ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে বিপজ্জনক অবস্থায়। রেলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, প্রায় ৯ কোটি ৪২ লক্ষ টাকার বাজেটে ঠিক করা হয়েছে গোটা স্টেশন নতুন করে তৈরি করার জন্য ।
২০১০ সালে চালু হওয়া এই স্টেশন নিউ গড়িয়া ও সংলগ্ন অঞ্চলের লক্ষাধিক যাত্রীর ভরসা। এখান থেকে মেট্রো চলে দক্ষিণেশ্বর পর্যন্ত। ফলে স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। বহু মানুষ কবি সুভাষ স্টেশনে এসে বন্ধের কথা জেনে ফিরে যাচ্ছেন।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, স্টেশনটি এক সময়ের জলাভূমির উপর তৈরি হওয়ায় মাটি নরম ছিল। ফলে বছর ঘুরতেই পিলার দুর্বল হয়ে পরে। প্রশ্ন উঠছে, তাহলে কি রক্ষণাবেক্ষণের গাফিলতির ফলেই এমন বিপর্যয়? মেট্রো রেলের এক কর্তা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণেই ফাটল দেখা দিয়েছে, কিন্তু পাশাপাশি স্বীকার করেছেন ‘হেলথ মনিটরিং’ ব্যবস্থা আরও শক্তপোক্ত হওয়া উচিত ছিল।
পুজোর আগে স্টেশন খোলা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়ে গেলো । আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্তই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।