সেরে উঠছেন কবীর সুমন, বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ২৮শে জুন, ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঙ্গীতশিল্পী কবীর সুমনকে।

July 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ২৮শে জুন, ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঙ্গীতশিল্পী কবীর সুমনকে। জ্বর এবং অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তাঁর। সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গতকাল সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি বার্তা প্রকাশ হয়, যেখানে তিনি বলেন:

“ক্রমশ সেরে উঠছি। অক্সিজেনের সাহায্য ছাড়াই সারাদিন কাটিয়ে দিলাম। এই সরকারি হাসপাতাল, চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও কর্মীদের সাহায্য ও সহৃদয়তা কোনওদিন ভুলব না।
হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেই বাড়ি চলে যাবো। ফিরে যাবো বাংলা খেয়াল অনুশীলন রচনা ও শেখানোয়। সেটাই আমার বাকি জীবনের কাজ, ব্রত।
জয় বাংলা
জয় বাংলা ভাষা
জয় বাংলা খেয়াল
কবীর সুমন
এস এস কে এম
২, ৭, ২১”

আজ দুপুরেও তিনি তাঁর ছবি পোস্ট করেন। বলেন:

“৩ জুলাই ২১ বিকেল ৩.৪৫ এ কলকাতার এস এস কে এম থেকে। অক্সিজেন সহযোগিতা ছাড়াই।
রাজ্য সরকার, রাজ্য সরকারের চিকিৎসকবৃন্দ, সেবিকাসেবকবৃন্দ, কর্মীবৃন্দকে জানাচ্ছি কৃতজ্ঞতা, ভালবাসা।
ক্রমশ সেরে উঠছি।
সকলে ভাল থাকুন।
শান্তি!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen