ভরসা নেই ভূমিপুত্রদের ওপর? ফের বঙ্গে বর্গীর রাজ

কৈলাসের মতো বদল হয়নি তাঁর ডেপুটিও। স্বপদে বহাল রয়েছেন অরবিন্দ মেননও। দলের অন্দরের নানা মতবিরোধের সমাধানে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

November 14, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত হলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শুক্রবার বিজেপির তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গের সহকারী পর্যবেক্ষক পদে বহাল রইলেন অরবিন্দ মেনন। সঙ্গে রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক হলেন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য।

পশ্চিমবঙ্গের (West Bengal) পর্যবেক্ষক হিসাবে চলতি বছরেই ৫ বছর পূর্ণ করেছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ২০১৫ সালের জুলাইয়ে সিদ্ধার্থনাথ সিংকে সরিয়ে তাঁকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল দলের শীর্ষ নেতৃত্ব। সেই থেকে পশ্চিমবঙ্গে দলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগের মাধ্যম তিনি। তাঁর জমানাতেই লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতে বিজেপি। ৫ বছরে হাতের তালুর মতো পশ্চিমবঙ্গকে চিনেছেন কৈলাস। ছুটে গিয়েছেন রাজ্যের প্রত্যন্ত এলাকায়। সফলভাবে আয়োজন করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো হেভিওয়েটদের পশ্চিমবঙ্গ সফর। ফলে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে সরানোর সম্ভাবনা ছিল না।

কৈলাসের মতো বদল হয়নি তাঁর ডেপুটিও। স্বপদে বহাল রয়েছেন অরবিন্দ মেননও। দলের অন্দরের নানা মতবিরোধের সমাধানে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বিধানসভা নির্বাচনের আগে তাঁকেও সরায়নি বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen