৩১ বছরের ক্যারিয়ারে প্রথমবার পলিসি ব্রেক? অনস্ক্রিন গাঢ় চুম্বন দৃশ্যে কাজল‌ও!

এই সিরিজের দুই পর্বে দুটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন কাজল

July 18, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের জনপ্রিয় রোমান্টিক জুটির মধ্যে অন্যতম শাহরুখ-কাজল জুটি। তবে ফিল্মী লাইফে একবারও ঠোঁটে ঠোঁট স্পর্শ করেননি কাজল। তবে প্রায় ৩ দশক পর ২০২৩- সালে এই পলিসি ব্রেক করলেন অজয়-ঘরনী। প্রথমবার OTT-তে পা রেখেই পুরো অন্য রূপে দেখা গেল বি-টাউনের মিষ্টি অভুনেত্রীকে৷ সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ (The Trial) তাঁকে দেখা গেছে চুম্বনের দৃশ্যে।

‘দ্য ট্রায়াল’ সিরিজের দুই পর্বে দুটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন কাজল

গত শুক্রবার ১৪ই জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজের দুই পর্বে দুটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন কাজল। তাঁকে দেখা গেছে সহশিল্পী যীশু সেনগুপ্ত, অন্যটিতে আলী খানের সাথে অনস্ক্রিন লিপ কিস করতে। সেই ‘কিসিং সিন’ নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পড়েছে। কেউ তাঁর প্রশংসা করেছেন, আবার কেউ বা করছেন সমালোচনা। এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বলিউডের ‘সিমরন’। তবে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে আলী খান জানিয়েছেন, একটি বিলাসবহুল হোটেলে শুটিং হয় দৃশ্যটির।

জানা গেছে, জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর প্রেরণায় তৈরি হয়েছে হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এর অন্যতম প্রধান চরিত্র নয়নিকা হিসেবে পর্দায় দেখা গেছে কাজলকে। জানা গেছে গল্পটির কাহিনী ঠিক এইরকম। যৌন সুবিধা নেওয়ার অপরাধে জেলে হয় কাজলের (নয়নিকা সেনগুপ্ত) স্বামী (রাজীব সেনগুপ্ত)-র। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়ে কাজলের কাঁধে। এরপর নিজের পেশায় আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। কলেজ জীবনে আলি খান অভিনীত চরিত্রের (বিশাল চৌবে) সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল, পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শেষমেশ রাজীবকে বিয়ে করেছিলেন নয়নিকা। কিন্তু রাজীবের জেলে যাওয়ার পর হঠাৎ করেই নয়নিকার জীবনে ফিরে আসে পুরাতন প্রেম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen