ধর্মীয় রঙ লাগাতে আবারও ব্যর্থ BJP! কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার নারায়ণ হালদার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৫: একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে বাংলার অপরাধীদের ধর্মীয় পরিচয় দেখে আসরে নামে বিজেপি। দুর্গাপুর কাণ্ডে বেমালুম ধৃত-অভিযুক্ত অপু বাউরির নাম চেপে যাওয়া হচ্ছিল। কেবল ধৃত সংখ্যালঘুদের নাম নিয়ে রাজনীতিতে নেমেছিল বিজেপি নেতারা। বাংলার শাসক দলের অভিযোগ, রাজ্যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইছে বিজেপি। কারণ, বছর ঘুরলে বিধানসভা ভোট। একই ঘটনা দেখা গেল কাকদ্বীপের ক্ষেত্রেও! কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার হলেন নারায়ণ হালদার। ধোপে টিকল না শমীক, সুকান্তদের অভিযোগ। ব্যর্থ হল বিজেপি ধর্মীয় রঙ লাগানোর চেষ্টা।
মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগর এলাকার এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। প্রতিমা ভাঙচুর করার অভিযোগ ওঠে।বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় বিক্ষোভ-পথ অবরোধ হয়। ভাঙা কালীমূর্তি নিয়ে জাতীয় সড়কের উপর বিক্ষোভকারীরা হাজির হন। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রাখা হয়। মূর্তি বিসর্জনের উদ্যোগ নেয় পুলিশ। প্রিজন ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় ভাঙা কালী মূর্তি। আসরে নামে বিজেপি। ধর্মীয় রঙ লাগিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়।
Yesterday, at around 05:30 hrs we received information about a disturbance over the desecration of the idol of Maa Kali in a temple in Uttar Chandranagar village in Suryanagar Gram Panchayat under Harwood Point Coastal PS. The police team immediately reached the spot and…
— West Bengal Police (@WBPolice) October 23, 2025
পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, কাউকে ছাড়া হবে না। বৃহস্পতিবার দুপুরে এই মূর্তি ভাঙার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম নারায়ণ হালদার। তাকে কাকদ্বীপ থেকেই গ্রেপ্তার করা হয়। মনে করা হচ্ছে, ধর্মীয় অশান্তিতে ইন্ধন দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে।