Kali Puja 2025: দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, লেক কালীবাড়ি, কালীঘাট দিকে দিকে চলছে কালী আরাধনা

October 20, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আজ কালীপুজো। বাংলার দিকে দিকে চলছে কালী আরাধনা। সকাল থেকেই নানান মন্দিরে লম্বা লাইন। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, পুজোর ডালি হাতে ভিড় দেখা যাচ্ছে ভক্তদের। 

রবিবার মধ্যরাত থেকে কালীঘাট, দক্ষিণেশ্বরে মন্দিরে ভিড় বাড়ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুই মন্দির। দক্ষিণেশ্বরে আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কাতারে কাতারে মানুষ আসছেন। করুণাময়ী কালীবাড়িতে চলছে কুমারী পুজো।

সোমবার ভোর থেকেই তারাপীঠে ভিড়। রীতিমতো উপচে পড়েছে গোটা এলাকা। বেলা যত বাড়ছে ততই জমায়েত বাড়ছে ভক্তদের। কালীপুজোর ভোরবেলা স্নান করিয়ে দেবীকে রাজবেশে সাজানো হয়। পরানো হয় চুনরি, রাজবেশে, অলঙ্কারে সাজিয়ে তোলা হয় মাকে। পঞ্চ উপাচারে মঙ্গলারতি ও নিত্যপুজো সম্পন্ন হয়। ভোরবেলা দেবীর উদ্দেশে নিবেদন করা হয় শীতল ভোগ। সেই ভোগে ছিল ছোলা, মুড়কি, মিষ্টি, ফল, সরবত এবং মিছরি ভেজানো জল।

নৈহাটির বড়মার পুজোতেও ভিড় বাড়ছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজোয় সামিল হতে।

রবিবার রাত থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। আজ রাত ১২টায় শুরু হবে মূল পুজো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen