‘ভোটরক্ষা’ কর্মসূচিতে শীর্ষে বাংলার কালীগঞ্জ বিধানসভা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্লক সংগঠনের সাফল্যের কথা জানায় তৃণমূল নেতৃত্ব।‌ শক্তিশালী সংগঠনের কারণেই এই সাফল্য এসেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের

April 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বাংলার ভোটরক্ষা’ কর্মসূচিতে রাজ্যে প্রথম হয়েছে কালীগঞ্জ বিধানসভা। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ একশো শতাংশ হয়েছে বলে খবর। তৃণমূলের শীর্ষমহল থেকে তার শংসাপত্রও এসেছে। মাত্র পাঁচদিনের মধ্যে কাজ সম্পন্ন করেছে কালীগঞ্জের ব্লক নেতৃত্ব। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্লক সংগঠনের সাফল্যের কথা জানায় তৃণমূল নেতৃত্ব।‌ শক্তিশালী সংগঠনের কারণেই এই সাফল্য এসেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র বলেন, “বাংলার ভোটরক্ষা কর্মসূচিতে কালীগঞ্জ বিধানসভা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। ভোটার তালিকা যাচাইয়ের কাজ একশো শতাংশ শেষ হয়েছে। ব্লক সংগঠন দুর্দান্ত কাজ করেছে। তার জন্য বিধানসভার নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন। এটা সকল আঞ্চলিক ও বুথ নেতাদের অক্লান্ত পরিশ্রমের ফল। শক্তিশালী সংগঠনেই এই সাফল্য এসেছে।”

প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভায় গত ১৫ এপ্রিল বাংলার ভোটরক্ষা কর্মসূচির কাজ শুরু হয়। বিধানসভার ৩০৯ জন বুথ লেভেল এজেন্ট ও ব্লকের নেতৃত্বরা বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করে। ভোটার সংশোধনের প্রকাশিত তালিকা ধরে মোট ১১ হাজার ভোটারের সমীক্ষা করে কালীগঞ্জের ব্লক নেতৃত্ব। নতুন সংযোজন হওয়া ৯ হাজার নতুন ভোটারের মধ্যে ভুয়ো ভোটার পাওয়া যায়নি। বেশি কিছু ভোটাররা নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। সেই মতো তাঁদের ফর্ম-৭ জমা করানো হচ্ছে। গত ২১ এপ্রিলের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen