কল্লোলের হ্যাটট্রিক, বাদ চার পরিচিত মুখ! কেমন হল CPI(M)-র কলকাতা জেলা কমিটি?

সম্মেলন শেষে সিপিএমের কলকাতা জেলা কমিটি তৈরি হল নতুন করে। পার্টির চার উল্লেখযোগ্য মুখকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হল।

January 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্মেলন শেষে সিপিএমের কলকাতা জেলা কমিটি তৈরি হল নতুন করে। পার্টির চার উল্লেখযোগ্য মুখকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হল। বর্ষীয়ান চার নেতা প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, গৌতম বন্দ্যোপাধ্যায় ও অশোক চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। অনাদি সাহু বর্তমানে দলের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক। পার্টির রাজ্য কমিটির সদস্যও। দেবাঞ্জন বর্তমানে কলকাতা জেলা সিটুর সম্পাদক। বয়স এবং খারাপ পারফরম্যান্স মিলিয়ে কলকাতা জেলা কমিটি থেকে মোট বারো জন বাদ পড়েছেন। এবারও সিপিএমের কলকাতা জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন কল্লোল মজুমদার। পরপর তিনবার কলকাতা জেলা সিপিএমের সম্পাদক হলেন তিনি। শনিবার থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছিল কলকাতা জেলা সিপিএমের সম্মেলন। সোমবার রাতে শেষ হয়।

মোট ৬৬ জনের জেলা কমিটি গঠিত হয়েছে। মূল কমিটি থেকে বাদ পড়াদের মধ্যে থেকে ৩ জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। জেলা কমিটিতে নতুন এলেন ডিওয়াইএফআই নেত্রী পৌলবী মজুমদার ও জেলার প্রাক্তন এসএফআই নেতা বিকাশ ঝাঁ। নতুন যুক্ত হয়েছেন ১২ জন।

সম্মেলনের শেষদিনেও কলকাতায় সংগঠনের দুর্বলতার কথা উঠে এসেছে। নিচুতলায় সংগঠন ধুঁকছে, এক নাগাড়ে পার্টির কর্মসূচি পালন করার ক্ষেত্রেও চরম খামতি দেখা যাচ্ছে কলকাতায়। জবাবী ভাষণে কলকাতা জেলা সিপিএমের সম্পাদক কল্লোল মজুমদার বলেন, এরিয়া কমিটিকে সক্রিয় করতে হবে। আন্দোলন বাড়াতে হবে। সংগঠনকে আরও বাস্তবমুখী করার কথা বলেছেন সেলিম। ইস্যু ভিত্তিক আন্দোলন শুরু করা গেলেও অধিকাংশ ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব রয়েছে বলে স্বীকার করা হয়েছে সম্পাদকীয় প্রতিবেদনে। কলকাতা জেলা সিপিএমের সংগঠন ও আন্দোলনের কোনও জোর বাড়ছে না, পার্টির নেতৃত্ব তা নিয়ে দুশ্চিন্তায়। শহরের নানা অংশের মানুষের সমস্যা নিয়ে আন্দোলন বা তাদের কাছে পৌঁছতেই পারছেন না পার্টি কর্মীরা। ছাত্র এবং যুবরা কিছু আন্দোলনের মধ্যে থাকলেও মহিলাদের আন্দোলন কার্যত নেই বললেই চলে। সম্প্রতি মহিলাদের সামনে রেখে আরজি কর ও সন্দেশখালির মতো বড় আন্দোলন সংগঠিত হল। মহিলারা এই ধরনের আন্দোলনে কেন নেতৃত্ব দিতে পারছেন না, সে প্রশ্নও উঠেছে সম্মেলনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen